মোট নম্বর ১০০ নম্বরের বদলে ৫০ নম্বরের পরীক্ষা হবে। তবে ৫০ নম্বরকে ১০০তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে।
দেশের করােনা পরিস্থিতি খারাপের দিকে থাকায় দফায় দফায় পিছানাে হয়েছে পরীক্ষা । সেইসাথে বন্ধ ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান । সম্প্রতি এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে হলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী দীপু মনি । তবে বিকল্প উপায়ে নেওয়া হবে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা । যদি করােনা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকে তাহলে , আগামী নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার হবে । গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে । তবে প্রশ্ন বাচাই করার সুযােগ বেশি পাবে শিক্ষার্থীরা । আগে ১০ টি প্রশ্নের মধ্যে ৭ থেকে ৮ টির উত্তর করতে হত কিন্তু এবার করতে হবে চারটি । তাছাড়া শিক্ষাবাের্ড থেকে জানানাে হয়েছে এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানাের কোন পরিকল্পনা নেই । কারণ শুধু নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে । বেঞ্চ প্রতি একজন করে শিক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেওয়া হবে । আবশ্যিক বিষয় থাকলে যে কেন্দ্রে ৫০০ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হতাে , আবশ্যিক বিষয় না থাকায় সেই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা হবে বড়জোড় ১০০ জন । ফলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে কোনাে সমস্যা হবে না । যদি কোনাে শিক্ষার্থীর নৈর্বচনিক বিষয় পদার্থ , রসায়ন ও উচ্চতর গণিত থাকে , তাহলে তাকে এই তিন বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা দিতে হবে । তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায় । রচনামূলক অংশে নম্বর থাকবে ৩৫ ও এমসিকিউ ( মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন ) থাকবে ১৫ নম্বরের । তবে প্রশ্নপত্র এখন যেভাবে হয় , সেভাবেই হবে । ফলে শিক্ষার্থীদের প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযােগ থাকবে । আর প্রতি বিষয়ে মােট নম্বর ১০০ নম্বরের বদলে ৫০ নম্বরের পরীক্ষা হবে । তবে ৫০ নম্বরকে ১০০ তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে । অন্যদিকে আন্তঃশিক্ষা বাের্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা । বাের্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন , এসএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । সেইসাথে এইচএসসি এর ফরম পূরণের কাজও চলছে । এইচএসসি পরীক্ষার প্রস্তুতিও প্রায় শেষের দিকে । চেয়ারম্যান বলেন , “ আমরা আর অটোপাসের অপবাদ না । নিতে চাই না । করােনার সংক্রমণ অনেকটাই কমে আসবে । ফলে আমরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারব । '
একটি মন্তব্য পোস্ট করুন