দোহা থেকে কাতার এয়ারওয়েজের আরেকটি বিমান কানাডার মন্ট্রিয়ালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭-৩০০ বিমানটির ইকোনমি ক্লাসে টিকেট কেটেছেন তিনি। পরবর্তীতে কানাডার মন্ট্রিয়াল থেকে টরেন্টোর উদ্দেশ্যে যাত্রা করবেন এয়ার কানাডার একটি বিমানে। টিকেট এবং ভিসায় তার নাম আহম্মেদ সাইফুদ্দিন হিসেবে উল্লেখ করা আছে। সাবেক এই কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিদেশ যাত্রার কারন হিসেবে তার প্রতিপক্ষরা বলছেন, মামলা জনিত জটিলতা ও জেলে যাবার ভয়েই দেশ ছেড়ে পালাচ্ছেন দুলাল ।
সূত্র বলছে, নাসিক নির্বাচন চলাকালে আইভীর পক্ষে কাজ না করার অভিযোগে একে একে বিলুপ্ত করা হয় বেশ কয়েকটি কমিটি। তার মধ্যে স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটি বিলুপ্ত হয় যার সাধারণ সম্পাদক ছিলেন দুলাল প্রধান। তবে তখনও কাউন্সিলর পদ হারাননি তিনি। নির্বাচনে কাছাকাছি ভোট ব্যাবধানে পরাজিত হন সাবেক এমপি পুত্র ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশার কাছে। মাত্র এক মাসেরও কম সময়ে দল এবং জনপ্রতিনিধিত্ব দুটোই হারিয়ে ফেলে। টানা দুই বছর দুলাল অনে নীরবেই থাকেন। মাঝে থেকে চাপ বাড়াতে থাকেন তার কাছে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা। একাধিক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে ও তার সহযোগীদের নামে। ইতোমধ্যে তার কয়েকজন সহযোগী গ্রেপ্তার হয়েছেন বলেও জানা যায়। সবশেষ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে পুনরায় পদ ফিরে পাবার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু শেষতক সেই স্বপ্নও নস্যাৎ হয়ে গেছে। এমন অবস্থায় তার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের সাথে আপোষ করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুলাল।
এদিকে কানাডা যাবার খবরে মাথায় হাত পড়েছে দুলাল অনুসারীদের। দুলালের সাথে থেকে নানান অপকর্মের সঙ্গী ছিলেন যারা, তারা এবার নিজেদের পিঠ বাঁচাতে ছুটছেন দিকবিদিক। কেউ কেউ ফেঁসে যাচ্ছেন এসব মামলায় । আবার অনেকে জানেনই না দুলাল প্রধান যে কানাডায় যাচ্ছেন। কারণ তারা জানতে পারলে দুলালকে বিদেশ যেতে দিবেন না অনুসারীরা। এছাড়া জেনে যাওয়া অনুসারীদের আশ্বাস দেয়া হয়েছে, খুব দ্রুতই ফিরে আসবেন তিনি। তবে বাস্তবতা হচ্ছে, জাতীয় নির্বাচনের ফলাফল নিজের অনুকুলে না আসলে ফেরার সম্ভাবনা নেই তার। সব মিলিয়ে দুলাল নিজে তার অনুসারীরা পালাবার পথ খুঁজছেন বলে মন্তব্য জগতে প্রতিপক্ষের। কানাডা যাবার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সাইফুদ্দিন আহমেদ প্রধানের সাথে। তার ব্যবহৃত তিনটি নাম্বারে কল করলেও তা বন্ধ পাওয়া যায়। এছাড়া তার ব্যবহৃত হোয়াটসএপ একাউন্টে ইন্টারনেটের মাধ্যমে কল করা হলেও তিনি তার জবাব দেননি ।
একটি মন্তব্য পোস্ট করুন