এছাড়া বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
গ্রুপ নির্বাচন প্রক্রিয়া: বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি গ্রুপে; ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যেকোনো একটি গ্রুপে এবং মানবিক থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি গ্রুপে; যেকোনো গ্রুপ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপের যেকোনো একটি; মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি গ্রুপ নির্বাচন করতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন নেয়া হবে তিন ধাপে।
প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত ভর্তি নেবে কলেজগুলো। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
তবে এই সময়ের মধ্যে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর জন্য অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।
আবেদন ফি: নীতিমালায় গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিষ্ট্রশন ফি করা হয়েছে ৩৩৫ টাকা। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীরা এই http://xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন করা হবে আগামী ১০ আগস্ট থেকে।
শিক্ষার্থীদের আবেদন করার আগে ফি জমা দিতে হবে। ফি কোনো ব্যাংকে না গিয়ে বিকাশের মাধ্যমেও পরিশোধ করা যাবে। এরপর পছন্দ অনুযায়ী কলেজ বাছাই করে সাবমিট করতে হবে। শিক্ষার্থীরা অনলাইনে শুধু আবেদন করতে পারবে।
আবেদনের সময়সূচি: প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হবে আগামী ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চিতকরণের সুযোগ থাকবে নির্বাচিত শিক্ষার্থীদের।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে এবং ফল প্রকাশ হতে পারে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশনের ফল ১৬ সেপ্টেম্বর এবং ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চিতকরণের সুযোগ থাকবে। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।
একটি মন্তব্য পোস্ট করুন