ফতুল্লা আওয়ামীলীগের উদ্যোগে আতশবাজি ও বর্নাঢ্য র‍্যালি !

 

দৈনিক নারায়ণগঞ্জ ডেস্কঃ বুধবার (১৭ মার্চ) বিকেলে ফতুল্লার পঞ্চবটিতে আওয়ামী লীগের অফিসের সামনে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়।

বিকেলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেস্টুন হাতে নিয়ে মিছিল নিয়ে পঞ্চবটি আওয়ামী লীগের অফিসে অবস্থান নেয়। তারপর ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য র্যালি, আতশবাজি, পায়রা উডিয়ে এবং কেক কেটে জন্মদিন পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, ওয়ালী মাহমুদ খান, একেএম শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, আশরাফুল আলম, মোত্তফা কামাল, যুগ্ম সম্পাদক ফরিদ আহন্মেদ লিটন, মোমেন শিকদার, সাংগঠনিক সম্পাদক মোসরাফ উদ্দিন আহন্মেদ মাসুম, জাহাঙ্গীর হোসেন, এমএ মান্নান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা, কৃষি বিষয়ক সম্পাদক ইউনুছ দেওয়ান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল হক খোকন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিউল্লাহ সফি, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন