সিদ্ধিরগঞ্জে যুবক আটক, র‍্যাবের দাবী মাদক ব্যবসায়ী

দৈনিক নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১। র‍্যাবের দাবি আটককৃত মাদক ব্যবসায়ী। সোমবার (১৯ জুলাই) বিকালে ওমরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২শ’৮৫পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। 

র‍্যাব-১১ উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত আসামী নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন