সিদ্ধিরগঞ্জে মাল্টিপারপাস কর্মীর উপর হামলা করে কিশোর গ্যাং "টেনশন গ্রুপ"

দৈনিক নারায়ণগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং “টেনশন গ্রুপ'। এলাকাবাসীর অভিযোগ, এই গ্রুপের সদস্যদের মাদক ব্যবসা ও মাদক সেবন সহ বিভিন্ন সময় ছিনতাই, মারামারির মত নানা অপকর্মের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা নষ্ট করাই এদের কাজ। 

এই টেনশন গ্রুপের নানাবিধ অপকর্মের ধারাবাহিকতায় গত ১২ জুলাই রাত সাড়ে ১৩টায় নাসিক ২নং ওয়ার্ড আমজাদ মার্কেট এলাকায় এক মাল্টিপার্স কর্মীকে মারধর এবং গুরুতর রক্তান্ত জখম করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে গ্রম্পটির সদস্যরা।

গত ১৩ জুলাই মঙ্গলবার, এ ঘটনায় ভুক্তভোগী মাল্টিপারপাস কর্মী মোঃ আল-আমিন সিদ্ধিরগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলো- মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকার মো. শফিকুল ইসলাম শফি”র ছেলে মো. সীমান্ত (২২), সোহরাব মিয়ার ছেলে তুহিন মিয়া (২০), মো. মতিনের ছেলে মো. মহিউদ্দিন মেহেদী (২০) ও মোশাররফের ছেলে মো. জুমান (১৯)। অভিযোগে অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়।

ভুক্তভোগী আল-আমিন জানায়, প্রায় দুই মাস আগে টেনশন গ্রুপের মাদক সেবন ও মাদক ব্যবসায় বাধা প্রদান করায় এবং তাদের বিরদদ্ধ মাদক মামলায় স্বাক্ষী দেওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয় এই গ্রুপের সদস্যরা । এরই জের ধরে আমার উপর হামলা চালায় তারা। আমাকে মারধর করে মাল্টিপারপাসের ৪৮ হাজার ৭"শ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার ১২ জুলাই আমজাদ মার্কেট এলাকায় মাল্টিপারপাসের টাকা উত্তোলন করতে গেলে টেনশন গ্রুপের সদস্যরা পূর্ব শক্রতার জের ধরে আল-আমিনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে লোহার রড দিয়ে এলোপাতারি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। এতে আল-আমিনের মাথা ফেটে রক্তক্ষরণ হলে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন