সিদ্ধিরগঞ্জে ৫৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

 সিদ্ধিরগঞ্জে ৫৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩’র সদস্যরা। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র‌্যাব। 

গ্রেপ্তাররা হলো- মো. ফয়সাল হাসান (৩৫), মো. রবিউল (২৪) ও মো. রুবেল মিয়া (২৪)। শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস, পিপিএম (সেবা)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেটকারসহ ওই মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রয় করে করে আসছে। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন