২০ জুলাই সকালে নিন্মবিত্ত ও ছিন্নমূল শিশুদের ৫ টাকার বিনিময়ে হরেক রকম নতুন জামা থেকে শিশু ও তাদের পিতামাতাকে পছন্দ করে ঈদের জামা কেনার সুযোগ করে দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও টাইম টু গীভ।
সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক শিশু টিম খোরশেদের ৫ টাকা অস্থায়ী দোকান থেকে নিজেরা পছন্দ করে তাদের ঈদের পোশাক কেনাকাটা করে।
টিম খোরশেদের দলনেতা খোরশেদ বলেন,হতদরিদ্র অভিভাবকরা ও শিশুরা যেন দান গ্রহনের হীনমন্যতায় না ভোগে ও কেনাকাটা করার আনন্দ পায় তার জন্য তাদের কাছ থেকে নামমাত্র ৫ টাকা করে নেয়া হয়েছে।ভবিষ্যতে এরকম আয়োজন আরো বৃহৎ আকারে করা হবে ইনশাআল্লাহ।
একটি মন্তব্য পোস্ট করুন