পরিস্থিতি নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় লকডাউন শুরু হয় গত বছরের ১৮ মার্চ। সময়ের প্রয়োজনে কখনো শর্ত সাপেক্ষে শিথিল আবার কখনো কঠোর করা হলেও পুরোপুরি কখনো উঠিয়ে নেওয়া হয়নি লকডাউন। এখনো দেশটিতে একমাসের অধিক সময় ধরে চলছে কঠোর লকডাউন।
মহামারি ও লকডাউন পরিস্থিতিতে বিপর্যস্ত স্বল্প আয়ের পরিবারগুলোর সাহায্য প্রার্থনার প্রতীক হিসেবে 'বেনদেরাপুতিহ বা সাদা পতাকা' প্রদর্শনের একটি ক্যাম্পেইন গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার জনগণের মধ্যে জনপ্রিয়তা পায়। এর জবাবে প্রতিবেশি, বিভিন্ন সেক্টরের তারকা ব্যক্তিত্ব এবং বহু প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এইসব অভাবী পরিবারের পাশে দাঁড়াতে শুরু করে।
উল্লেখ্য, গত মে মাস থেকে মালয়েশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এরপর সংক্রমণে লাগাম টানতে গত জুন মাসের ১ তারিখ থেকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন