ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। সভাপতি জুয়েল হোসেন ও সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল যিনি ফেনসিডিল সহ গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে বিরোধ ক্রমশ প্রকট হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার ৫ আগস্ট বন্দরে একটি সভায় জুয়েল থাকলেও ছিলেন না দুলাল।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বলেন, আমরা প্রভাবশালী সাংসদ শামীম ওসমান ভাইয়ের রাজনীতি করি। দলে কোন অনুপ্রবেশকারীর স্থান হতে পারে না। মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন অন্যান্য ওয়ার্ডে যেভাবে অনুষ্ঠান করুক বন্দরের ৯ টি ওর্য়াডে অনুষ্ঠান করলে আমাকে জানানো উচিত ছিল। আমাকে না জানিয়ে নিজে নানা বিতর্কিত লোকদের নিয়ে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অনুষ্ঠান করছে। আমি ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরসহ এখানের বাসিন্দা। ২৩ নং ওয়ার্ডে যে অনুষ্ঠান হয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে যদি বলতো তাহলে ২৩ নং ওয়ার্ডে মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ভাই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সম্বনয়ে এ অনুষ্ঠান করা হত। এটা সংগঠনের মধ্যে বিরোধ সৃষ্টির নীল নকশা।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের তিলক থাকা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তার উপরে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি সন্ত্রাসী হামলার অভিযোগ। সম্প্রতি যুবলীগ নেতা খান মাসুদের বাড়িতে হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। সেই ভিডিও ফুটেজেও দুলালের অনুগামীদের তলোয়ার ও অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলার একটি মহড়া দেখা গেছে।
দুই বছর আগে ১ আগস্ট শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধান সহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে রিমান্ড শেষে দুলাল নিজেই ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করেছেন বলে জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া এর আগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়ে তীর্যক মন্তব্যকারী ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে বহিষ্কারের দাবি জানিয়েছেন মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। তাদের এও অভিযোগ দুলাল প্রধান একজন মাদক ব্যবসায়ী। সে কারণে তাঁর বহিস্কারও চাওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন