ইরানে করোনায় প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, করোনায় প্রতি দুই মিনিটে একজন মারা যাচ্ছে দেশটিতে। আর প্রতি দুই সেকেন্ডে আক্রান্ত হচ্ছে একজন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩১টি প্রদেশে রেড এলার্ট জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

এর মদ্যে ইরানি ভ্যাকসিন কোভ-ইরান বারাকাত উৎপাদন কারখানায় এখন পুরো উদ্যমে কাজ চলছে। ওই ভ্যাকসিন ইরানের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল। সকল প্রকার ট্রায়াল শেষে এই ভ্যাকসিন প্রদানের অনুমতি মিলেছে।

উল্লেখ্য, ইরানে করোনাভাইরাসের পঞ্চম ঢেউ চলছে। মধ্যপ্রাচ্যের দেশটি ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহ রূপ দেখছে। প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে দেশটিতে। এখন এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ বলে আশঙ্কা করা হচ্ছে।


Post a Comment

নবীনতর পূর্বতন