ফ্রেন্ডস ফরেভার ৯৪ গার্লস নারায়ণগঞ্জ’র পক্ষ থেকে ৬টি ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস’র পক্ষ থেকে ৪টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছে টিম খোরশেদ।
সোমবার (৯ আগস্ট) টিম খোরশেদের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গুলো গ্রহণ করেন টিম খোরশেদের আফরোজা খন্দকার লুনা ও আরাফাত খান নয়ন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস এর সভাপতি লায়ন জিএম জাকারিয়া তুষার, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন সুব্রত কুমার সেন, কনসার্ন রিজিয়ন পার্সন (ক্লাবস) লায়ন সঞ্জয় কান্তি সাহা,ক্লাব মেন্টর ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন এডঃ নবী হোসেন, ক্লাব সচিব লায়ন আশরাফুর মিঠু,পরিচালক লায়ন রকিব উদ্দিন আহাম্মদ এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস এর অন্যান্য সদস্য টিম খোরশেদ সদস্যবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন