এবার বিচ্ছেদের গুঞ্জনে নাম জড়াল উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথের। জানা গেছে, ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন হলিউডের তারকা এই দম্পতি। এরপর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কয়েকবারই খবর চাউর হয়। তখন চুপ ছিলেন এই দম্পতি। এবার সেই গুঞ্জন ই সত্যি হলো।
‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাদা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, উইল স্মিথের সঙ্গে তার বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তারা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।
জাদা আরও জানিয়েছেন, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তারা আলাদা হয়ে গেছেন।
এমনকি সেই ঘটনাকে ভালোভাবে দেখেননি জাডা। তার কথায়, ‘প্রথমে ঘটনাটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’
আলাদা থাকলেও উইল স্মিথের পাশেই থাকবেন বলে জানান জাডা। ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন