আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা (৫৫) মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় বেসরকারি হাসপাতাল ‘মা ও শিশু হাসপাতালের’ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা
গেছে, রোববার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক
সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে বিএনপির অফিস উদ্বোধন করা হয়। এরপর একটি
মিছিল উপজেলার সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল
শেষ করে মাহমুদুর রহমান সুমন নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে
তার সাথে সাক্ষাৎ করতে যান। ৫-৭ মিনিট কথা বলার পর রুহুল আমিন মোল্লা হঠাৎ চেয়ারে
ঢলে পড়েন। তার সাথে থাকা নেতাকর্মীরা আড়াইহাজার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে
রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার
মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন গভীর
শোক ও দুঃখ প্রকাশ করেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলার সময় রহুল আমিন চেয়ার থেকে ঢলে পড়ে যান। পড়ে শুনেছি তিনি মারা গেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন