দৈনিক নারায়ণগঞ্জ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
জেনমার্ক ইউনানী নামে একটি দাওয়াখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। মো: সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অবস্থিত জেনমার্ক ইউনানী লিমিটেড এর পরীক্ষাগারে রি-এজেন্টের গায়ে মেয়াদোর্ত্তীনের তারিখ লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে । বাবু সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন