সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ, ফুচকা ওয়ালা কারাগারে

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের এক শিশুকে ফুচকা খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে ফুচকাওয়ালা ইব্রাহিম মিয়াকে(৩২)। গ্রেপ্তার শেষে আসামীকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে আসামীকে আদালতে উঠানো হয়। সে সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন। এ ঘটনায় ওই ভিকটিম একই আদালতে ধর্ষণের বর্ণনা দিয়ে জবানবন্দি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই মো. রোকনুজ্জামান ৷

এর আগে, ১২ জুলাই বিকাল ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও সাকিন্থ মেঘনা ডিপো ও পদ্মা ডিপোর মাঝামাঝি নদীর পাড় এ ঘটনা ঘটে। পরে ঘটনার দিন রাতেই ইব্রাহিমকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয় ৷ অভিযুক্ত ইব্রাহিম সিদ্ধিরগঞ্জের ২নং ক্যানেল পাড় জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া ফজল খাঁ এর ছেলে। সে চাঁদপুর দক্ষিণ বালিয়া বাজার এলাকার বাসিন্দা৷

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত ইব্রাহিম একজন ফুচকা ওয়ালা। ঘটনার দিন বিকেলে ইব্রাহিম ওই শিশুকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও সাকিন্থ মেঘনা ডিপো ও পদ্মা ডিপোর মাঝামাঝি নদীর পাড় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুনরায় একই দিন স্যন্ধা সাড়ে ৭ টার সময় ইব্রাহিমের সাথে ওই শিশুটির দেখা হয়। ইব্রাহিমকে দেখে শিশুটি বলে ‘আপনি ভালো না’ বলে। সে সময় শিশুটির মা ও পাশের দোকানের দোকানদার স্বপন মিয়া কথাটি শুনে শিশুকে জিজ্ঞাসাবাদ করলে, তাদের কাছে ঘটনা খুলে বলে শিশুটি। পরে ইব্রাহিমকে আটক করে জিজ্ঞাসাবাদে সত্যতা পেয়ে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় লোকজনেরা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন