সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ ছেলের জামিন

দৈনিক নারায়ণগঞ্জ: রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। অপরদিকে এম এ হাশেমের ২ ছেলেকে জামিন দিয়েছে।


নারায়ণগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, রুপগঞ্জের আগুনের মামলায় গ্রেপ্তারকৃত ৮ জনকে ৪ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করা হয়। আসামীপক্ষের আইনজীবী তাদের জামিন চাইলে সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ২ ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিদ ইব্রাহিমের জামিন মঞ্জুর করেন। বাকী ৬ জন আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় কারাগারে পাঠানো হয়েছে সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), সজীব গ্রুপের প্রধাণ নির্বাহী কর্মকর্তা শাহান শান আজাদ (৪৩), কর্মকর্তা মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

এর আগে জেলা গোয়েন্দা পুলিশের কড়া প্রহড়ায় রিমান্ড শেষে ৮ আসামীকে আদালতে তোলা হয়। রিমান্ড এবং মামলার পরবর্তি কার্যক্রম নিয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম প্রেস ব্রিফিং করবেন বলে পুলিশ সুপার কার্যারয় থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকান্ডে প্রাণ হারায় ৫২ জন। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

Post a Comment

নবীনতর পূর্বতন