না.গঞ্জের যুবসমাজ সারা পৃথিবীর মডেল হবে: জেলা প্রশাসক

দৈনিক নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ সারা দেশের যুবসমাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সেই সাথে তিনি যুবসমাজ বঙ্গবন্ধুর জীবনাদর্শ, সংস্কৃতি ধারণ করে সঠিক পথে থাকবে বলে আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস-২০২১ উপলক্ষে এক ভিডিও বার্তায় এই প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।

তিনি বলেন, আমরা ২০০০ সাল থেকে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব যুব দিবস প্রতিপালন করছি। এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের প্রত্যেক যুবক তথা সারা দেশের যুবসমাজকে সম্মান, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।

ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ট্রী এখন যুবক। যারা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে মিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করছে। আমাদের যুবসমাজ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে। জঙ্গিবাদ-ধর্মীয় উন্মাদনা, মাদক, ইভটিজিংয়ের বাইরে যুবসমাজ একটি সুষ্টু সুন্দর জীবন গড়ে তুলবে। যে জীবনের সাথে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, সংস্কৃতি থাকবে। প্রধানমন্ত্রীর দেখানো পথের সংমিশ্রন থাকবে। আমরা আশা করি নারায়ণগঞ্জের যুবসমাজ সারা পৃথিবীর মডেল যুবসমাজে পরিনত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন