মেয়র আইভীর গোমর ফাঁস করলেন নাসিম

দৈনিক নারায়ণগঞ্জ: নৌকা মার্কা নিয়ে মেয়র নির্বাচিত হলেও বিএনপি, জামায়াত, বাম, সরকারবিরোধী সুশীল কারও সাথেই কোন বিরোধ নেই সিটি মেয়র আইভীর। বরং অনেককেই তার ছায়াতলে থেকে দেদারসে সরকারের বিরুদ্ধে নানা কর্মসূচী পালন করে আসছে এই শহরে। চাষাড়া শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের কর্মসূচী করতে না দিয়ে বামদের অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন আইভী। এমন নজীরও আছে অনেক। বিরোধ যা আছে নিজদলের নেতাদের সাথেই। বিরোধের কারনে অনেক সময় নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অনেক শীর্ষ নেতাদের সম্পর্কে নানান বেফাঁস মন্তব্য করে বসেন আইভী। কিন্তু তাকে নিয়ে পাল্টা বক্তব্য খুব কমই দেন দলীয় নেতারা। এমন অভিযোগ দীর্ঘ দিনের নানা জনের। এবার সেই আইভীর গোমর এবার ফাঁস করলেন নতুন ধারার বিএনপির প্রবর্তকখ্যাত কামরুল হাসান নাসিম।

বৃহস্পতিবার শহরের চাষাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মেয়র আইভীকে তুলোধুনো করেছেন তিনি।

নাসিম তাঁর বক্তব্যে বলেন, বিএনপির তো পাঁচটি অসুখ। আর এখনাকার নগরসেবির (মেয়র আইভী) তিনটি অসুখ। এক, স্বজনপ্রিয়তা। যেখানে তিনি নগর, নাকি নাগর প্রেমে মজেছেন তা নিয়ে সব পর্যায় থেকে খতিয়ে দেখে অসুখ সারাতে হবে। উন্নয়নের নামে ব্যক্তি বিশেষকে দিয়ে তিনি লুটপাটের রাজনীতি করছেন না, তা এখন কি বলা যাবে? তিনি (আইভী) নিজের আখের গুছিয়ে নিয়েছেন। অনেকটাই বেগম জিয়ার মত করে। মোসাদ্দেক আলী ফালুর কাছে টাকা জমা রেখে। আজ কোথায় সেই ফালু? দুই, তিনিই শুধু ভাল, অন্যরা কালো। তাঁর মজ্জাগত অভ্যাসের মধ্যে রয়েছে এমন কৃষ্টি। অন্যকে মন্দ বলতে গেলে নিজের চেহারটাকেও আয়নার সামনে দেখুন। তখন শরীরের রঙটাও কালো দেখতে পারবেন আবার আপনার মনটাও কালো হিসাবেই প্রতিভাত হয়। আপনি দুই ধরণের রাজনৈতিক শক্তির সাথে সখ্যতা রেখে রাজনীতি করছেন। মৌলবাদী শক্তির সাথে এবং কথিত বাম ধারার বলয়ের সাথে। এমন কি ২০১১ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যখন আমাদের কয়েকজন শীর্ষ নেতা এই নারায়ণগঞ্জে এলেন, আপনি বেগম জিয়ার সাথে মুঠোফোনে কথা বললেন, সেদিন থেকে কি আপনি আওয়ামী লীগের লোক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারেন কি ? এখন ইতিহাসের সত্য ধারাভাষ্য দেয়ার সময় হয়েছে। সবাইকে তা জানাতে হবে। দেশের স্বীকৃত একজন গবেষক হিসাবে বলছি, আপনি প্রয়োজনে স্বাধীনতা বিরুদ্ধ শক্তির সাথে হাত মেলান এবং এহেন কিছু নেই যে, আপনি করতে পারেন না। আপনি বø্যাক ম্যাজিকও করেন। তিন, নগরবাসীকে প্রতিশ্রæতি দিয়ে ঠকিয়েছেন। এই শহরটি আজ থেকে ১২ বছর আগেও যা ছিল, এখনও সে অবস্থাতেই আছে। কোথায় সবুজ নারায়ণগঞ্জ? কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন সেই নগরী? আপনি ব্যর্থ। আপনার মেয়াদ পূর্তির সুযোগ দেয়া হবে না বলে আমি মনে করি।

নাসিমের বক্তব্য শেষ হবার পর পরই জয় বাংলা নাগরিক কমিটির পক্ষে মোশতাক আহমেদ ঘোষণা দেন, মেয়াদ পূর্তির আগেই সেলিন হায়াত আইভির পদত্যাগ করতে হবে। এই পদত্যাগের দাবীতে ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত অর্ধ দিবস হরতালের ডাক দেয়া হল।" 

Post a Comment

নবীনতর পূর্বতন