নিতাইগঞ্জের সেই ভবনটি ভাঙা হবে

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের সেই দোতলা ভবনটি মালিক পক্ষ না ভাঙলে বিভিন্ন সংস্থা ভেঙে দিবে। ২১ মার্চমঙ্গলবার দুপুরে নিতাইগঞ্জে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তিতাস গ্যাস, ডিপিডিসি ও ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শনিবার সকালে নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শত বছরের পুরোনো দোতলা ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে সেদিন একজন ও পরে আরো একজন শ্রমিকের মৃত্যু এবং ৯ জন আহত হয়। এর পর থেকে ওই ভবন সীলগালা করে দেয় ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘ভবনটি অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ভবনমালিককে নোটিশ দেওয়া হবে। এই সময়ের মধ্যে অপসারণ করা না হলে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভবনটি ভেঙে ফেলা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। প্রকৌশলীরা ছিলেন ভবনটি পরিদর্শন করে বলেছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

Post a Comment

নবীনতর পূর্বতন