সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কউন্সিলর মো. আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক এম এ মতিন, হাজী সিরাজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমি ক লীগের সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী, শ্রমিক নেতা মাসুদ রানা, দুলাল মিয়া, শাহাবুদ্দিন ও জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. জসিমউদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী ছাত্র-ছাত্রীদের বিদায়ের বিরহ ব্যথায় এক বেদনা বিধূর পরিবেশের সৃষ্টি হয়। এসময় অনেক ছাত্র-ছাত্রীর চোখে অশ্রু পরিলক্ষিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন