আসন্ন নির্বাচন, দলীয় কোন্দল ও বিভিন্ন কমিটি গঠনসহ নানান বিষয় নিয়ে কথা বলতে নারায়ণগঞ্জে আসছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমপি। আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় অংশ নিবেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এ যৌথ বর্ধিত সভায় আসবেন মির্জা আজম।
বর্ধিত সভায় আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মেয়র, সংসদ সদস্য, জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভায় নেতাদের বিভিন্ন অভিযোগ শুনবেন মির্জা আজম সাহেব।
একটি মন্তব্য পোস্ট করুন